৯নং নবাবপুর ইউনিয়ন এর পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, নাম কালীদাশ পাহালিয়া নদী। এই মান চিত্রে দেখা যাচ্ছে উক্ত মান চিত্রের পম্চিম পাশে আছে মজুপুর, মহদিয়া, নাজিরপুর, হাজীপুর-গোয়ালিয়া সুলতানপুর। এবং দক্ষিন পাশে অবস্থিত, রগুনাথপুর,৯৬ চরকালী দাশ, পূবে অবস্থিত ফতেহপুর, নবাবপুর, পূব সুলতানপুর, উক্তরে অবস্থিত, সুলতানপুর, এই কয়েকটি গ্রাম নিয়ে ৯নং নবাবপুর ইউনিয়ন গঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস